শুক্রবার ২৮ জুন ২০২৪ - ১০:৫৬
নির্বাচনে অংশগ্রহণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

হাওজা / আজ ভোর থেকে শুরু হয়েছে ইরানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচন!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ২৮ জুন, শুক্রবার! ভোর থেকে শুরু হয়েছে ইরানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচন! নির্বাচনে অংশগ্রহণের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী গণমাধ্যমকে বলেন, ''বিশ্বে ইসলামী প্রজাতন্ত্রের শক্তিমত্তা স্থায়িত্ব, ধারাবাহিকতা, সম্মান ও মর্যাদা নির্ভর করে (নির্বাচনে) জনগণের উপস্থিতির ওপর।"

তিনি সর্বস্তরের জনগণকে উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, ''জনগণ যেন নির্বাচনে অংশ নিতে দ্বিধা না করে। ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থার যথার্থতা ও সততা প্রমাণের জন্য জনগণের উপস্থিতি আবশ্যক ও বাধ্যতামূলক।

আমি আশা করব ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোট প্রদান এমন একটি কাজ যার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না কিন্তু এর মাধ্যমে অনেক সুফল পাওয়া যায়। যে কাজে খরচ নেই কিন্তু অনেক সুফল তা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ নয়।

তিনি আরো বলেন, নির্বাচনের দিনটি আমাদের ইরানিদের জন্য আনন্দ ও খুশির দিন; বিশেষ করে এই নির্বাচন যখন রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য, যিনি দেশের ভবিষ্যত- (তিনি) জনগণের পছন্দানুযায়ীই নির্ধারিত হবে।''

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের পর ইরানের সর্বোচ্চ নেতা তার এক্স (টুইটার) একাউন্টে টুইট করেন, তিনি লিখেন: "আমি আশা করি, সর্বশক্তিমান আল্লাহ এই দেশের (ইরান) জন্য সর্বোত্তম, সবচেয়ে যোগ্য ও কল্যাণকামী প্রার্থীকে নির্বাচিত করবেন এবং আগামী বছরগুলো (ইরানের জন্য) কল্যাণকর ও অনুকূল বছর হবে এবং জনগণ তাদের নির্বাচিত প্রার্থীর উপর সন্তুষ্ট থাকবেন।"

গণমাধ্যমের তথ্যানুযায়ী ভোর থেকে শুরু হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের বিভিন্ন অঞ্চলের কেন্দ্রগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দিন বাড়তে থাকার সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে মানুষের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha